বীরগঞ্জে বিষপানে দম্পতির আত্মহত্যা
দিনাজপুরের বীরগঞ্জে অভাব-অনটন ও পারিবারিক অশান্তির জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (একপ্রকার কীটনাশক) খেয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে মানিক রায় (৪০) ও তার স্ত্রী সুবাসী রানী রায় (৩৫)।
স্থানীয় সূত্র ও বীরগঞ্জ থানা পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে দম্পতি একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবাসী রানী রায়কে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অসুস্থ মানিক রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৪টার দিকে তারও মৃত্যু হয়।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রাজ কিশোর রায় জানান, প্রায় ১৬-১৭ বছর আগে মানিক ও সুবাসীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে অভাব-অনটন ও সন্তান না হওয়ার কারণে তাদের সংসারে প্রায়ই কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর বলেন, শনিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।