বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে অপসারন দাবি। সাভারে শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের বাফেলো বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে দুই শিশু ও মাকে জবাই করে হত্যার ঘটনায়, প্রধান আসামি নজরুলকে গাজীপুর থেকে গ্রেফতার সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চো রা ই পণ্য জব্দ সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের তফসিল ঘোষণা: প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের দোসররা রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা : সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করেন জাহাঙ্গীর আলম লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান দুটি কিডনী অচল মৃত্যু পথযাত্রী অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ড্রাইভার আমিনুলের উপর সন্ত্রাসী হামলা, সাতদিনেও গ্রেপ্তার হয়নি কেউ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪ সময় দেখুন
বীরগঞ্জে ড্রাইভার আমিনুলের উপর সন্ত্রাসী হামলা, সাতদিনেও গ্রেপ্তার হয়নি কেউ
বীরগঞ্জে ড্রাইভার আমিনুলের উপর সন্ত্রাসী হামলা, সাতদিনেও গ্রেপ্তার হয়নি কেউ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড় শীতলাই গ্রামের মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে মনিরুজ্জামান চৌধুরীর (৪৮) সঙ্গে একই এলাকার শারমিন মাহবুবের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এই বিরোধের জেরে গত ৮ জুলাই (মঙ্গলবার) ভোরে শারমিন মাহবুবের কর্মচারী ও প্রাইভেট কার চালক আমিনুল ইসলাম (৩৭) সন্ত্রাসী হামলার শিকার হন।

জানা যায়, আমিনুল ইসলাম সাইকেলযোগে মালিকের চাষাবাদকৃত ফসলের ক্ষেত দেখতে চাকাই গ্রামের আওয়ালের লিচু বাগানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মনিরুজ্জামান চৌধুরী, আওয়ালের ছেলে আলমগীর হোসেন (৩৮), ইউনুস আলীর ছেলে আমিনুল (৩৩), আজিমউদ্দিনের ছেলে তাজির (৩০) ও নাইদ্দার ছেলে ময়নুল (৩০) দলবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে উপুর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে।

আহতের চিৎকারে স্থানীয় আহাত আলী, সামছুল ওরফে বাটুসহ আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত আমিনুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পর দিনই আমিনুলের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১০)। তবে ঘটনার এক সপ্তাহ পার হলেও অভিযুক্তদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন দেবনাথ জানান, অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD