বীরগঞ্জে এক ব্যক্তির মৃত দেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ
বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রবীণ এক ব্যক্তির মরদেহ ঢেপা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর সংযোগ স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুরের নির্দেশে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি নদী থেকে উদ্ধার করে।
নিহত শাহের আলী (৭০) ১০নং মোহনপুর ইউনিয়নের বড়হাট এলাকার চকদফর গ্রামের মৃত মো. বুজুর আলী ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানায়, ৪ আগষ্ট সোমবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে নদীতে মৃত অবস্থায় পাওয়ার সংবাদ মিলে। এতে স্থানীয়দের ধারণা করছে নদী পার হওয়ার সময় শাহের আলী হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যান এবং তলিয়ে যান। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ৫ আগষ্ট দুপুরে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিতভাবে ময়নাতদন্ত না করার আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।