বীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জেলা শুরা সদস্য ও তারবিয়াত সম্পাদক মাওলানা মো. রবিউল ইসলাম
জেলা শুরা সদস্য ও অফিস সম্পাদক মাওলানা মো. সহিদুল ইসলাম খোকন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি ও জেলা শুরা সদস্য মো. জাকিরুল ইসলাম
জেলা যুব ও ক্রীড়া বিভাগের সম্পাদক মো. রেজাউল করীম
শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি মো. রাশেদুন্নবী বাবু
জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান
এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন, নৈতিকতা চর্চা ও সমাজে ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তারা আগামীর রাজনৈতিক প্রক্রিয়াকে শুধু নির্বাচন হিসেবে না দেখে বৃহত্তর দায়িত্ব ও সংগ্রামের অংশ হিসেবে গ্রহণের আহ্বান জানান।
আলোচনা শেষে শালবন মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরগঞ্জ কলেজ মসজিদ এলাকায় শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানারের মাধ্যমে যুবকদের অধিকার ও সমাজ উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রতি বছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।