শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার  মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান ভৈরব মাতালেন অপুলেন্ট ইন্টারন্যাশলএর ঔধধ খেয়ে রোগ ভালো হয় ক্রয়কৃত টাকা ফেরত পাওয়া যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ৩১ দফা বাস্তবায়নের ধর্মপাশায় বিশাল জন সভা

বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর কেউ পাস করেনি, হতাশ অভিভাবকরা

রনজিৎ সরকার রাজ  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৮ সময় দেখুন

বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর কেউ পাস করেনি, হতাশ অভিভাবকরা ।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, অংশ নেওয়া ৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এটি দিনাজপুর জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

স্থানীয় অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই স্কুলের রেজাল্ট পেয়ে আমরা খুবই হতাশ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে না পড়ে, সেদিকে শিক্ষা বিভাগ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

ঘটনার পর প্রধান শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ বলেন, “বিদ্যালয়টি সম্প্রতি এমপিওভুক্ত হয়েছে। শিক্ষকদের দায় এড়ানোর সুযোগ নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আশা করছি আগামী বছর থেকে ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে।”
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সাতখামার উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ও ৬ জন অফিস সহকারী কর্মরত আছেন। একসময় এই বিদ্যালয় ভালো ফলাফলের জন্য পরিচিত থাকলেও চলতি বছরের ফলাফল অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD