বিএনপি মানুষের আশা-আকাঙ্খা পূরণের কাজ করছে, ভবিষ্যতেও করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণই বিএনপির মূল শক্তি। ক্ষমতায় এলে বিএনপি মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে। জনগণের আশা-আকাঙ্খা ধারণ করে বিএনপি কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। ভবিষ্যতে বিএনপির মূল নীতি হবে জনগণের উন্নয়নের রাজনীতি। সরকার গঠিত হলে দেশের সব জায়গায় হেলথ কেয়ার চালু হবে, যেখানে অধিকাংশ কর্মী নারী হবেন। পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিও পুনরায় শুরু করা হবে।
তিনি ১০ আগস্ট ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত মহিলা সমাবেশে এসব কথা বলেন। অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল মালিক সভাপতিত্ব করেন। সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুস ছালাম ও ইউনিয়ন যুবদল নেতা কামরুল ইসলাম জনি যৌথভাবে পরিচালনা করেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির উপদেষ্টা মকবুল আলী, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী শুয়েব, সহ সভাপতি কবির আহমদ, ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ফয়জুর রহমাদ ফয়জু, জেলা যুবদল নেতা লিটন আহমদ, উপজেলা যুবদল নেতা সালেক আহমদ খালেদ, জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক নাছির আহমদ, নিজাম উদ্দীন মেম্বারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল কাদির এবং গীতাপাঠ করেন লিপশন পাত্র।