শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ড়াইলের মাইজপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃত্যু নাগরপুরে নাশকতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সেচ্ছাসেবক দলের শিবমন্দির পাহারা নবীনগর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত । জন্মাষ্টমী উপলক্ষে শিববাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা নাসিরনগরের ধরমন্ডলে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল বাহাত্তরের সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় : ব্যারিস্টার জুনেদ জাফলং কোয়ারি থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি জিহাদ, সাধারণ সম্পাদক রাকিবুল খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ একজন আটক, শীর্ষ সন্ত্রাসী নিহত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিশ্বনাথে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

বাহাত্তরের সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় : ব্যারিস্টার জুনেদ

সিলেট জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫ সময় দেখুন

বাহাত্তরের সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় : ব্যারিস্টার জুনেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, “বাহাত্তরের সংবিধান বহাল রেখে নতুন বাংলাদেশ কখনোই গড়ে তোলা সম্ভব নয়।” তিনি জানান, তাদের দলের মূল দাবি ছিল একটি নতুন সংবিধান প্রণয়ন, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে।

তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের দলের সিদ্ধান্ত হলো— আমরা নির্বাচনে যাচ্ছি না। নির্বাচনে অংশগ্রহণের শর্ত হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ হলে আমরা নতুন সংবিধান প্রণয়ন করতে পারব, আর সেই সংবিধানই হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ভিত্তি। আমরা দেশের পুনর্গঠনের জন্য নতুন সংবিধান চাই। বাহাত্তরের সংবিধান টিকে থাকলে আওয়ামী লীগই লাভবান হবে। শুধুমাত্র সংসদ সদস্য হওয়ার জন্য আমাদের ভাইয়েরা জুলাই মাসে শহীদ হননি; তারা প্রাণ দিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে।”

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ওসমানীনগরে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সহ-সমন্বয়ক আব্দুল খালিক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মিডিয়া সেলের সমন্বয়ক রকিব আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান ও সদস্য মনিরুল সাকিব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ-সমন্বয়ক রুবেল আহমদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাবের সালেহ চৌধুরী, মোসাহিদ আলী দিলু, আব্দুল মুকিত, আশরাফ মৌলুদ চৌধুরী, বাচ্চু তালুকদার, এমরান আহমদ, কামরুল ইসলাম, সৈয়দ ঈসমাঈল, হাফিজ আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়েক আহমদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD