বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রম
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে লক্ষীছড়ি জোন এর সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত লক্ষীছড়ি উপজেলায় ২৪ জুলাই ২০২৫ইং তারিখে লক্ষীছড়ি উপজেলার ০২টি পাহাড়ী ও বাঙালী পরিবারের মাঝে ০২টি ঘর মেরামতের জন্য ঢেউটিন, ০২ জন পাহাড়ী ও বাঙালী মহিলাকে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও ১২টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭৪৮৬ লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি এ সকল পরিবারের মাঝে উপরোক্ত দ্রব্যসামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
লক্ষীছড়ি জোন কর্তৃক গৃহীত এই উদ্যোগ পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে এবং সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তুলতে এই ধরনের মহতী কাজে লক্ষীছড়ি জোন সবসময় পাশে থাকবে বলে জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন আশাবাদ ব্যক্ত করেন।
লক্ষীছড়ি অধিবাসীরা এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য লক্ষছড়ি জোনের ভূয়সী প্রশংসা এবং আনন্দ প্রকাশ করেছেন।