বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তার নতুন দায়িত্ব, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার বদলি
বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরে ৯ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এই তালিকায় রয়েছেন মাগুরা জেলায় দায়িত্ব পালনরত একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ আরও দুইজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার।
২৬ জুলাই স্বাক্ষরিত পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় এসব বদলির বিষয়টি জানানো হয়। আদেশটি স্বাক্ষর করেন পুলিশ প্রধান বাহারুল আলম।
জানা গেছে, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামানকে নতুন করে কুড়িগ্রামে পাঠানো হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআইয়ে, আর সদর দপ্তরে কর্মরত মো. রিফাত বাশার তালুকদারকে একই দপ্তরে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপারদের মধ্যে উল্লেখযোগ্য রদবদলগুলো হলো—এপিবিএনের মো. আবদুল হাদী এখন থেকে সিআইডিতে দায়িত্ব পালন করবেন, ডিএমপির মো. তানভীর রহমান হবেন বগুড়ার গাবতলী সার্কেলের কর্মকর্তা এবং রাজীব গাইন যোগ দেবেন এপিবিএনে।
এছাড়া, আব্দুল্লাহ-আল-মামুন সিআইডি থেকে হস্তান্তরিত হয়েছেন খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি)। র্যাবের মো. আসিফ হোসেন নতুন দায়িত্বে যাচ্ছেন বগুড়ার আদমদিঘীতে এবং সরাইল সার্কেলের তপন সরকারকে যুক্ত করা হয়েছে র্যাব ইউনিটে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দেবেন।