বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি জিহাদ, সাধারণ সম্পাদক রাকিবুল
বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে মোতাছিম বিল্লাহ জিহাদকে সভাপতি এবং রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিন পর ঘোষিত এ কমিটি ছাত্রদলসহ তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়েছে।
জানা যায়, জিহাদ ও রাকিবুল দু’জনই মেধাবী, সাহসী ও আদর্শনিষ্ঠ সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বিশেষ করে জুলাই আন্দোলনে তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দুর্দিনে রাজপথে সক্রিয় অংশগ্রহণ, আন্দোলন-সংগ্রামে নির্ভীক উপস্থিতি এবং সংগঠনের প্রতি আন্তরিকতার কারণে কেন্দ্রীয় ছাত্রদল তাদের এই দায়িত্ব দিয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, “কেন্দ্রীয় ছাত্রদল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথমবার পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি গঠিত হলো। আশা করি তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।”
অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের শিক্ষা, ঐক্য ও অগ্রগতির পতাকাবাহী সংগঠন। তিনি বলেন, “পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশে থেকে তাদের চাহিদা অনুযায়ী ছাত্র রাজনীতিকে গতিশীল করা হবে। যাদের জনপ্রিয়তা রয়েছে, তাদেরকেই নেতৃত্বে আনা হয়েছে।”
এদিকে কমিটি অনুমোদনের পর তৃণমূল নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।