বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার  অভিযানে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার ‎মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নড়াইলের বাহিপাড়া গ্রামে একজনকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ সহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে অপসারন দাবি। সাভারে শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের বাফেলো বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে দুই শিশু ও মাকে জবাই করে হত্যার ঘটনায়, প্রধান আসামি নজরুলকে গাজীপুর থেকে গ্রেফতার সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চো রা ই পণ্য জব্দ সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের তফসিল ঘোষণা: প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের দোসররা রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা : সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করেন জাহাঙ্গীর আলম

প্রত্যয় নাট্যগোষ্ঠীর ৫০ বছরে বিশেষ আয়োজন: মঞ্চস্থ হলো “নিরালা নগর রূপকথা”, প্রকাশিত দুই বই

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৬ সময় দেখুন
প্রত্যয় নাট্যগোষ্ঠীর ৫০ বছরে বিশেষ আয়োজন: মঞ্চস্থ হলো "নিরালা নগর রূপকথা", প্রকাশিত দুই বই
প্রত্যয় নাট্যগোষ্ঠীর ৫০ বছরে বিশেষ আয়োজন: মঞ্চস্থ হলো "নিরালা নগর রূপকথা", প্রকাশিত দুই বই

প্রত্যয় নাট্যগোষ্ঠীর পঞ্চাশতম বর্ষে এক বিশেষ নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো একাডেমি প্রেক্ষাগৃহে। সন্ধ্যা সাড়ে ছ’টায় দেবল গুহরায়ের রচনা ও নির্দেশনায় সম্পূর্ণ মহিলা শিল্পীদের অভিনীত নতুন নাটক “নিরালা নগর রূপকথা” প্রথমবারের মতো মঞ্চস্থ হয়। নাটকটি নারীর ভাবনা, স্বাধীনতা, সমাজের নিপীড়ন ও নারীর দশভুজা রূপের গল্প তুলে ধরে দর্শকদের মন জয় করে।

একই অনুষ্ঠানে দেবল গুহরায়ের লেখা নাট্য সংকলন “বারোয়ারি” ও কাব্যগ্রন্থ “বানজারা হিল” এর প্রকাশনা হয়। প্রধান অতিথি পদ্মশ্রী মমতা শঙ্কর বই দুটির শুভ উদ্বোধন করেন।

নাটকে অভিনয় করেন সুপর্ণা গাঙ্গুলী, ইন্দ্রানী চ্যাটার্জী, সুপ্রিয়া অধিকারী, সৃষ্টিলেখা ঘোষ, উর্মি ঘোষ, সবিতা নন্দী, স্বাতী সিংহ রায় ও স্মৃতি সান্যাল।
মঞ্চ- তাপস সিংহ, সংগীত- সুপ্রিয়া অধিকারী, আলো- মনোজ প্রসাদ, শব্দ- কৌশিক সজ্জল, নামাঙ্কন- সুব্রত ঘোষ, সাজ- বাপ্পাদিত্য, মঞ্চ নির্মাণ- সুরজিৎ দে।

প্রকাশনা প্রতিষ্ঠান পরম্পরা প্রকাশনীর কর্ণধার নতুন বাবু বলেন, “দেবল গুহরায়ের লেখা অনবদ্য। তার লেখায় শক্তি আছে, যা মানুষকে ভাবায়।”

প্রত্যয় নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তাপস সিংহ বলেন, “৫০ বছর সরকারি সাহায্য ছাড়াই আমরা নাটকের প্রতি প্রেম নিয়ে কাজ করছি। এই নাটকটি মেয়েদের ভাবনা ও লড়াইয়ের গল্প বলে। দর্শকের উচ্ছ্বাসই আমাদের প্রেরণা।”

প্রত্যয় নাট্যগোষ্ঠীর এই আয়োজন নাট্যপ্রেমীদের বিপুল সাড়া ফেলেছে। দর্শকরা নাটক ও প্রকাশনা অনুষ্ঠান উপভোগ করেন এবং দলের এমন উদ্যোগকে অভিনন্দন জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD