প্রত্যয় নাট্যগোষ্ঠীর পঞ্চাশতম বর্ষে এক বিশেষ নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো একাডেমি প্রেক্ষাগৃহে। সন্ধ্যা সাড়ে ছ’টায় দেবল গুহরায়ের রচনা ও নির্দেশনায় সম্পূর্ণ মহিলা শিল্পীদের অভিনীত নতুন নাটক “নিরালা নগর রূপকথা” প্রথমবারের মতো মঞ্চস্থ হয়। নাটকটি নারীর ভাবনা, স্বাধীনতা, সমাজের নিপীড়ন ও নারীর দশভুজা রূপের গল্প তুলে ধরে দর্শকদের মন জয় করে।
একই অনুষ্ঠানে দেবল গুহরায়ের লেখা নাট্য সংকলন “বারোয়ারি” ও কাব্যগ্রন্থ “বানজারা হিল” এর প্রকাশনা হয়। প্রধান অতিথি পদ্মশ্রী মমতা শঙ্কর বই দুটির শুভ উদ্বোধন করেন।
নাটকে অভিনয় করেন সুপর্ণা গাঙ্গুলী, ইন্দ্রানী চ্যাটার্জী, সুপ্রিয়া অধিকারী, সৃষ্টিলেখা ঘোষ, উর্মি ঘোষ, সবিতা নন্দী, স্বাতী সিংহ রায় ও স্মৃতি সান্যাল।
মঞ্চ- তাপস সিংহ, সংগীত- সুপ্রিয়া অধিকারী, আলো- মনোজ প্রসাদ, শব্দ- কৌশিক সজ্জল, নামাঙ্কন- সুব্রত ঘোষ, সাজ- বাপ্পাদিত্য, মঞ্চ নির্মাণ- সুরজিৎ দে।
প্রকাশনা প্রতিষ্ঠান পরম্পরা প্রকাশনীর কর্ণধার নতুন বাবু বলেন, “দেবল গুহরায়ের লেখা অনবদ্য। তার লেখায় শক্তি আছে, যা মানুষকে ভাবায়।”
প্রত্যয় নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তাপস সিংহ বলেন, “৫০ বছর সরকারি সাহায্য ছাড়াই আমরা নাটকের প্রতি প্রেম নিয়ে কাজ করছি। এই নাটকটি মেয়েদের ভাবনা ও লড়াইয়ের গল্প বলে। দর্শকের উচ্ছ্বাসই আমাদের প্রেরণা।”
প্রত্যয় নাট্যগোষ্ঠীর এই আয়োজন নাট্যপ্রেমীদের বিপুল সাড়া ফেলেছে। দর্শকরা নাটক ও প্রকাশনা অনুষ্ঠান উপভোগ করেন এবং দলের এমন উদ্যোগকে অভিনন্দন জানান।