ময়মনসিংহে পরানগঞ্জ বাজারে সরকারি রাস্তা দখল করে অবৈধ দোকান স্থাপনা ও জেলা পুলিশের সাইনবোর্ড ভে -ঙ্গে দোকান ঘর নির্মাণ করে।
এ ঘটনায় গতকাল শুক্রবার নিউজ হওয়ার পরে প্রশাসনের নজরে আসে।
পরে কোতোয়ালি মডেল থানার সাব- ইন্সপেক্টর পরানগঞ্জ বিট অফিসার মোঃ খায়রুল ইসলাম ও পরানগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির
উপস্থিত হয়ে সরকারি রাস্তার উপর নির্মিত অবৈধ দোকান ঘর ভে -ঙ্গে গুঁ -ড়িয়ে দেয়।।