পতাকা বৈঠকে ভারত থেকে ফিরানো হলো ৫ বাংলাদেশি নাগরিক
জয়পুরহাট – জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:
১৩ আগস্ট, ২৫ তারিখে সকাল সাড়ে ১০ টার দিকে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের পিলার-২৮১/৫৪ এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-কে হস্তান্তর করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতের বালুপাড়া সীমান্তের মেন পিলার থেকে ৮০০ গজ অভ্যন্তর থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা জানান, আটকদের বিজিবি গ্রহণের পর প্রক্রিয়াজাতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিকটাত্মীয়দের কাছে পাঠানো হবে।