নাসিরনগরের ধরমন্ডলে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলামের নির্দেশে ধরমন্ডল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) জুমার নামাজ শেষে ধরমন্ডল পূর্ব গ্রাম বায়তুল ফালাহ জামে মসজিদে এ অনুষ্ঠান হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আ. কাদির মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মেম্বার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণ মুসল্লিরা।
দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহউদ্দিন আহমেদ। তিনি বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতা-কর্মীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া শেষে তাবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
উল্লেখ্য, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও নাসিরনগর আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে সফলভাবে দোয়া মাহফিল সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।