শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার  মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান ভৈরব মাতালেন অপুলেন্ট ইন্টারন্যাশলএর ঔধধ খেয়ে রোগ ভালো হয় ক্রয়কৃত টাকা ফেরত পাওয়া যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ৩১ দফা বাস্তবায়নের ধর্মপাশায় বিশাল জন সভা

নান্দাইল উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষ দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২২৫ সময় দেখুন
নান্দাইল উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষ দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষ দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আজ নান্দাইল উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বেলা ১২:০০ টার সময় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার জনাব সারমিনা সাত্তার এর সভাপতিত্তে¡ গ্রাম আদালত প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আবু কাজেম। তিনি বলেন ইউনিয়ন পরিষদে তুলনামূক মামলার সংখ্যা কম গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলাগুলো থানা বা কোর্টে দায়ের হচ্ছে। এতে সাধারণজনগণ হয়রানি বা প্রতারনার শিকার হচ্ছে। এ সময় তিনি নান্দাইল উপজেলার বর্তমান মামলার চিত্র ও নথি ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন যে,গ্রাম আদালত সক্রিয়করণ করতে হলে জনগণের মাঝে গ্রাম আদালতের আস্থা আনতে হবে এবং প্রচারের জন্য মাইকিং সহ বিভিন্ন মিটিংয়ে গ্রাম আদালত সর্ম্পকে আলোচনা করতে হবে।এ জন্য চেয়ারম্যানকে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। এএসিও/ইউপি প্রশাসনিক কর্মকর্তাগন গ্রাম আদালতের সিদ্ধান্ত বা রায় লেখা এবং আদালত পরিচালনায় চেয়ারম্যানকে সহযোগীতা করবে তাহলে প্রকল্পের উদ্দেশ্য সফল হবে।তিনি সকলকে মনযোগ সহকারে কাজ করার আহব্বান জানান। এএসিওদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন উপজেলা কো- অডিনেটর মোঃ ফিরোজ জুয়েল। তিনি জানান এএসিওগণের মূল দায়িত্ব হচ্ছে ১। গ্রাম আদালতের পেশকারের দ্বায়িত্ব পালন ২। গ্রাম আদালতের নথি এবং রেজিস্ট্রার সংরক্ষণ ৩।আইনগত তথ্য প্রদান করা ৪। জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ, এরূপ কাজে অংশগ্রহণ ৫। মামলার আবেদনপত্র গ্রহণ (জমা নেওয়া) ৬।আবেদনপত্র যাচাই-বাছাইয়ে ইউপি চেয়ারম্যানকে সহযোগিতা করা ৭। বিচারিক কাজে ইউপি চেয়ারম্যান/গ্রাম আদালতকে সহযোগিতা করা ৮। মামলার নথি তৈরি ও সংরক্ষণ ৯। মামলার মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি, প্রেরণ ও সংরক্ষণ। এ সময় সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD