নবীনগর পৌর কৃষকদলের তিনটি ওয়ার্ডে দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের আয়োজনে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বালির মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আনোয়ার (খান)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সম্ভাব্য প্রার্থী কে এম মামুনুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ মহানগর কৃষকদলের সদস্য মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক (জরু মিয়া), সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (বাবুল), পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোশারফ হোসেন মুছা এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মাহাসিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের নেতৃবৃন্দ—মোস্তফা কামাল (দুলাল), মো. বায়েজিদ ইসলাম, মো. মরম আলী, মো. সেলিম মিয়া, মো. সোহাগ খানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।