নন্দীগ্রামে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব বিভাগের দায়িত্বশীলদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুল আলিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম, সিনিয়র এ.জি.এম, ইবনে সিনা ট্রাস্ট, ঢাকা।
সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক, উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি গোলাম রাব্বানী, উপজেলা পরিষদের সদস্য ও প্রখ্যাত ওয়াজিন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বোরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল বলেন, “দেশে বর্তমানে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে। এই পরিস্থিতি মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে জনগণকে সাথে নিয়ে সংগঠিতভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যুবসমাজের হাতে। তাই এ সংকটময় সময়ে তাদেরই এগিয়ে আসতে হবে।”
সভায় যুব নেতৃত্বের ভূমিকা, সংগঠন পরিচালনা এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে নানা আলোচনা অনুষ্ঠিত হয়।