নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে নারিকেল গাছ থেকে পড়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের উত্তরপাড়ার প্রবাসী কাদের শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রাকিব প্রতিবেশীর নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠে। বৃষ্টিতে ভেজা গাছের ডগায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যায়। এতে তার পা ভেঙে যায় এবং মাথা ও বুকে গুরুতর আঘাত পায়। পরে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিলে দুপুর ১২টার আগে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস জানান, সকাল ১১টা ৪০ মিনিটে রাকিবকে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
হবখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেয়ার পথেই রাকিব মারা গেছে।