ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ধোবাউড়া থানা পুলিশ ২২/০৫/২০২৫ তারিখ অফিসার ইনচার্জ আল মামুন সরকারের সার্বিক তত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো: আনোয়ার হোসেন (৩৭)। গ্রেফতার পূর্বক মাদক মামলা রুজু করতঃ অদ্য ইং ২৩/০৫/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টায় উপজেলার গামারীতলা ইউনিয়নের মুক্তাগাছা গ্রামের নুর নবীর বসতঘরে মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। বলে থানা পুলিশ সুত্রে জানাযায়। ওসি আল-মামুন সরকার বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন। এধরণের অভিযান অব্যহত থাকবে।