ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অদ্য ৩০/০৫/২০২৫ তারিখ অফিসার ইনচার্জ আল মামুন সরকার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহেবের সার্বিক তত্বাবধানে ধোবাউড়া থানা এলাকায় এসআই(নিঃ) সাবিক হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সময়-১২.৫০ ঘটিকার সময় অত্র থানাধীন মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার সামনে চেক পোষ্ট করা কালে ০১ জন ব্যক্তি ০১টি কালো রংয়ের ব্যাগ পিঠে ঝুলিয়ে এবং অপর ০১টি লাল ও কালো রং মিশ্রিত ব্যাগ ডান হাতে ধরে রেখে পায়ে হেটে এরশাদ বাজার হইতে মুন্সিরহাট বাজারের দিকে আসতেছিল। পুলিশের চেক পোষ্ট এর সামনে পৌছানোর সাথে সাথে উক্ত ব্যাক্তিকে দাড়ানোর জন্য সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তা উক্ত ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসা করা কালে জানায় তাহার নাম পার্লস গাঘ্রা।উক্ত আসামীর দেহ তাল্লাশী করিয়া তাহার হাতে থাকা ০২টি ব্যাগের ভিতর সাক্ষীদের সম্মুখে তল্লাশী করিয়া ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় যাহার মূল্য অনুমান (৭০,০০০/-) টাকা)। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।