ময়মনসিংহের ধোবাউড়ায় আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান,যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান, হাসপাতালের প্রতিনিধি ডাঃ মাসুদ, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, জামায়াতের আমির আঃ হালিম, খেলাফত মজলিসের বছির উদ্দিন, ইসলামী আন্দোলন এর সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম, গণ অধিকার পরিষদের সভাপতি জিন্নত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক ইয়াসিন আরাফাত তুষার, শহীদ পরিবারের প্রতিনিধি সাদ্দাম হোসেন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ইয়াসিন আরাফাত প্রমূখ। সভা শুরুর পূর্বে জুলাই শহীদ স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।