বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
৩১ দফা বাস্তবায়নের ধর্মপাশায় বিশাল জন সভা দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের মৃত্যুতে বিএমইউজে পরিবারের শোক জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং , জনসাধারণের ভোগান্তি লালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ লালপুরে পানসীপাড়া – ভেল্লাবাড়ীয়া সড়কের বেহাল দশা  জন ভোগান্তি চরমে ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৮ জন, যাবজ্জীবন ৭ জনের নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল কারাগারে মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনঃ মাদারগঞ্জে মহিলা কলেজে এখনো বহাল ২৪-এর ছাত্র আন্দোলন বিরোধী সহকারী অধ্যাপক

ধোবাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২২ সময় দেখুন

ধোবাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “শ্রমিকরা দেশের রক্তসঞ্চালন। অথচ আজ তারা অবহেলিত। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের সংগঠন আরও সুসংগঠিত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল মোমেন শাহিন, বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ, কেন্দ্রীয় নেতা এম আসাদউল্লাহ আসাদ, সৌমিক হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, দফতর সম্পাদক ফিরোজ নুন ও প্রচার সম্পাদক আল আমিন জনি।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের পাশে না দাঁড়ালে জাতীয় রাজনীতিতে পরিবর্তন সম্ভব নয়। এই আন্দোলনের মূল চালিকাশক্তি হবে শ্রমিকেরা।

দীর্ঘদিন পর আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সাড়া পড়ে যায়। দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল সহকারে মাঠে সমবেত হন।

শ্রমিক নেতা ওবায়দুল ফকির-এর নেতৃত্বে একটি বিশাল মিছিল কর্মসূচিতে যোগ দেয়। এছাড়াও আলাল উদ্দিন, রাশেদ, মাসুম, উত্তম প্রমুখের নেতৃত্বে একাধিক মিছিল সমাবেশে এসে যোগ দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD