ধোবাউড়ায় ইনেসিএটিভ ফর হিউম্যান রাইটস এন্ড (IHREP) প্রকল্পের উদ্যােগে ট্রেনিং সেশন অনুষ্ঠিত।
ময়মনসিংহ ধোবাউড়ায় ইনেসিএটিভ ফর হিউম্যান রাইটস এন্ড (IHREP)এর উদ্যােগে আজ ১৪আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ডাকবাংলো হল রুমে ট্রেনিং সেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এগ্রিকালচার সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। তিনি বৃক্ষ রোপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন PCC ধোবাউড়া উপজেলা সোশ্যাল মবিলাইজার মোঃ বাবুল হোসেন। সাংবাদিক মোঃ উমর আলী, সাংবাদিক আব্দুল মতিন মাসুদ, সাংবাদিক আকিকুল ইসলাম, সাংবাদিক বার্নাড সরকার, সিএসওসির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।