ধর্মপাশায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক জনসভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য একটি বিশাল জনসভা আয়োজন করেছে। রোববার বিকালে উপজেলার মধ্যবাজারে অনুষ্ঠিত এই জনসভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে এ জনসভা আয়োজন করা হয়। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যরগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খাঁনও জনসম্মুখে তার প্রার্থিতা তুলে ধরেন।
উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সদস্য মাহবুবুর রহমান হাসিদের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াত, যুগ্ন আহবায়ক আবুল বাশার, সাবেক সহ সভাপতি কাজী মাজহারুল হক, বিআরডিবি চেয়ারম্যান আফসার আলী চন্দপীর, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্তু এবং অন্যান্য স্থানীয় নেতারা।
আব্দুল মোতালিব খাঁন তার বক্তব্যে জানান, তিনি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ৭৯ সাল থেকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসায় কারাবন্দি হয়েছেন। তিনি ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন আশা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।