ধর্মপাশায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ছাত্রজনতার বিজয় মিছিল
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রজনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
ধর্মপাশার ৬টি ইউনিয়ন ও ৫৪টি ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাওরাঞ্চলের নানা প্রান্ত থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।
মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, তৃতীয় যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএইচসি, চতুর্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূঁইয়া ভুট্টো, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন-উর-রশীদ শান্ত, বিআরডিবির সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আফসার আলম চন্দপীর, মাহবুবুর আলম হাদিস, রতন আশরাফ, মজিবুর রহমান মজুমদার, নেহারুল হক, সালাউদ্দিন মাহতাব, আব্দুল মুতিন মীর্জা।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ—সেলবরষ ইউনিয়নের আহ্বায়ক মো. মোহাম্মদ আলী, পাইকুরাটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক প্রভাষক হারুন-অর-রশীদ, সদর ইউনিয়নের আহ্বায়ক মো. নয়ন মিয়া, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের আহ্বায়ক হেকিম মিয়া, দক্ষিণ ইউনিয়নের সাইফুল ইসলাম এবং জয়শ্রী ইউনিয়নের আহ্বায়ক তরিকুল ইসলাম।
এছাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও হাফিজুর হক, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, কলেজ শাখার সদস্য সচিব কাঞ্চন আহমেদ, কৃষক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহম্মেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।