দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে।
স্থানীয়রা জানান, খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আব্দুল মতিন ও আকবর আলী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।