দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের মৃত্যুতে বিএমইউজে পরিবারের শোক
দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক, দৈনিক বাংলা ভূমির প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রিমন আর নেই। বুধবার, ৩০ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে নরওয়ে হাসপাতাল ও গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই অকালপ্রয়াণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) গভীর শোক প্রকাশ করেছে। বিএমইউজে’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক। তিনি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে নানা বাধা-বিপত্তি, মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন কিন্তু কখনোই আদর্শচ্যুত হননি কিংবা ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য অনুসন্ধানে তিনি ছিলেন নির্ভীক ও অবিচল।
বিএমইউজে পরিবার তাঁর অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।