তুরাগে আরাফাত রহমান কোকোর জন্মদিনে দোয়া মিলাদ ও তবারক বিতরণ
ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি’র আহবায়ক সদস্য সাইদ হাসান সাগরের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে তুরাগ ৫৩ নং ওয়ার্ড ধরঙ্গারটেক এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের ওপর নানাভাবে নির্যাতন ও কষ্ট দিয়েছে। এই সময় যারা বিএনপির পাশে ছিল না, তারাই আজ বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। তারা প্রকৃত বিএনপির লোক নয়। তাই আমাদের, যারা প্রকৃত বিএনপি করি, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকেই আগামীতে বিএনপি সরকার গঠন করে দেশের প্রতিটি নাগরিকের সমস্যা সমাধান করব। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আয়োজক সাইদ হাসান সাগরকে ধন্যবাদ জানান। দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আহমেদ আলী, রিপোর্ট হাসান খন্দকার, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাট, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুমনসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।