জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৪টি বাছুর গরু আটক
সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী সীমান্ত এলাকা থেকে চারটি ভারতীয় বাছুর গরু আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গুয়াবাড়ী বিওপির দায়িত্বাধীন এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় বাছুর আটক করা হয়। আটককৃত বাছুরগুলোর আনুমানিক সিজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবির গোয়েন্দা কার্যক্রম ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।