জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: তথ্য সচিব
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের পরিবারের সুবিচার পাওয়া অত্যন্ত জরুরি। এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।”
মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সচিব মাহবুবা ফারজানা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহিদদের পরিবারের কষ্ট ও আহতদের দুরবস্থা সামনে আনতে হবে। তথ্যসেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া একটি বড় চ্যালেঞ্জ। এ ধরনের বিভ্রান্তি ঠেকাতে তথ্যসেবার কর্মীদের আরও সক্রিয় ও দক্ষভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামূল কবীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। এ সময় তথ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।ং