শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার  মাগুরা সদর উপজেলার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরার বিডি ক্লিন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযাত্রা সংগঠন মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার; আটক-১ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান ভৈরব মাতালেন অপুলেন্ট ইন্টারন্যাশলএর ঔধধ খেয়ে রোগ ভালো হয় ক্রয়কৃত টাকা ফেরত পাওয়া যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনার পাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ৩১ দফা বাস্তবায়নের ধর্মপাশায় বিশাল জন সভা

জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব – এস এম জাহাঙ্গীর

মো: শাহজালাল সুমন:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৮ সময় দেখুন
জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব - এস এম জাহাঙ্গীর
জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব - এস এম জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিবেন, গণতান্ত্রিকভাবে সেই নির্দেশনা পালনে যদি জীবন দিতেও হয়, তবুও জীবন দিয়ে তা পালন করব।
সোমবার বিকেলে ঢাকা-১৮ আসনের উত্তরখান এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের সংস্কার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অথচ বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই এই সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, তখন কেউ কথা বলেনি। ৩১ দফা প্রস্তাবে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা আছে। দেশের কল্যাণের জন্য বিএনপির অবদান অস্বীকার করার উপায় নেই। তারেক রহমান দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে ৫ আগস্ট আমাদের বিজয় এনে দিয়েছেন।”
আওয়ামী লীগ সরকারের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত জুলাই আন্দোলনের সময় আমাকে গ্রেফতার করে ডিবি অফিসে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। মিডিয়াতে প্রচার করা হয় উত্তরার একজন সন্ত্রাসীকে ধরা হয়েছে। আমি যদি দলের জন্য সন্ত্রাসী হই, তবে সেই পরিচয়কেই আলিঙ্গন করব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না।”
লিফলেট বিতরণ কর্মসূচিটি শুরু হয় উত্তরখান মাজার এলাকা থেকে এবং পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেটে পথচারীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, নুরুজ্জামান, নজরুল ইসলাম, নাফিজুল ইসলাম এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD