বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়ারি আটক জামালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান জামালগঞ্জে “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধোবাউড়ায় মানববন্ধন কলকলিয়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবি মিঠামইনে বিএনপি নেতার আয়োজিত সভায় অতিথি আওয়ামী লীগ নেতা মুখলেছ

জামালগঞ্জে “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬ সময় দেখুন

জামালগঞ্জে “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা

সুনামগঞ্জের জামালগঞ্জে ত্রৈমাসিক “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে।

ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তান ও ব্যবস্থাপনা পরিচালক বায়েজীদ বিন ওয়াহিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক মোঃ আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও জামালগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষিকা মাকসুদা আক্তার রুনি।

অনুষ্ঠানে গোলাম রব্বানী, গোলাম সাকলায়েন, শামসুজ্জামান, মাহতাব সাবিত, গোলাম নাহিয়ান ধ্রুব প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “‘ভাটিবৃন্ত’ শুধু একটি ম্যাগাজিন নয়, এটি মাটির মানুষের কথা বলার এক প্রাণবন্ত মঞ্চ। এর পাতায় উঠে আসবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও সংগ্রামের গল্প।”

তারা আরও উল্লেখ করেন, নবীন লেখকদের স্বপ্ন ও প্রবীণ সাহিত্যিকদের অভিজ্ঞতা মিলে ‘ভাটিবৃন্ত’ গড়ে তুলবে সমৃদ্ধ একটি সাহিত্যধারা। এটি হবে প্রজন্মের সেতুবন্ধন, যেখানে কলম হবে পরিবর্তনের হাতিয়ার ও শব্দ হবে সামাজিক জাগরণের প্রেরণা।

তাদের বিশ্বাস, এই ম্যাগাজিন শুধুমাত্র জামালগঞ্জ নয়, সুনামগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলো ছড়িয়ে নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য মরহুম গোলাম মর্ত্তুজাকে (মরণোত্তর) সম্মাননা স্বরক পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD