জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বড় চাঙ্গুইর থেকে চাতরাগাড়ি হয়ে বাঘাদহ সেতু পর্যন্ত আনুমানিক ৪ কিলোমিটারের রাস্তা এক হাঁটুসমান প্রতিবছর ভারী বৃষ্টির কারণে কাঁদামাটি হচ্ছে।এই রাস্তা দিয়ে চরম ভোগান্তির মধ্য অন্তত ২০ গ্রামের মানুষ। রাস্তা নিয়ে ভোগান্তি মধ্য রয়েছে স্থানীয় এলাকাবাসী।কিন্তুু রাস্তা মেরামত করা হচ্ছে না এটাই বলেছেন স্থানীয় এলাকাবাসী।
সাধারণ জনগণ বলেন:যদি জাতীয় নির্বাচনে আগে রাস্তার সংস্কার না করা হয়,তাহলে তিনারা ভোটকেন্দ্র ভোট দিতে যাবেন না এবং তাদের পরিবারকেও ভোট দিতে দেবেন না।এমনকি কোন জনপ্রতিনিধিকেও ওই এলাকায় ভোট চাইতে বা ঢুকতে দেবেন না। যে এই রাস্তা নিয়ে তারা অনেক সমস্যায় রয়েছেন।তারা ঠিক মত কোন গাড়ি মোটরসাইকেল,অটো ইজিবাইক,ভ্যান বের হতে পারতেছে না।ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না।রাস্তায় এক হাঁটুসমান কাঁদার কারণে ঘরে বসে থাকতে হয়।তারা এ রাস্তা নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বলছেন জনপ্রতিনিধিরা বলেন রাস্তা করে দিবে,কিন্তুু আজও এ রাস্তাটি করা হয়নি।যুগ যুগ ধরে এই ৪ কিলোমিটারের রাস্তা আজও পড়ে আছে।কিন্তু কোন জনপ্রতিনিধিরা আজও রাস্তা সংষ্কার করতেছে না।
আমি এলাকা স্থানীয় জনপ্রতিনিধি মো: ছিদ্দিকুর রহমান ইউ.পি সদস্য সাথে কথা বললে তিনি জানান এই রাস্তা নিয়ে তিনি অনেক এমপি সাথে কথা বলেছেন।কিন্তুু তারা এই রাস্তা করে দিচ্ছেন না।তবে খুব শীঘ্রই এই রাস্তার কাজ হবে।