জগন্নাথপুরে পলাতক আসামী সাইদ(৩০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র দিক নির্দেশনায় অত্র থানার এসআই হাদী আব্দুল্লাহর নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই মোঃ এখলাছুর রহমান ও একদল পুলিশ ১৩ জুলাই রোজ রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী আব্দুল হামিদ এর ছেলে জিআর নং-৩৩/২০১৮ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সাইদ (৩০) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৪ ই জুলাই রোজ সোমবার সুনামগঞ্জ আদালতে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।