রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পলাতক আসামী ২ জন গ্রেপ্তার তুহিন হত্যাসহ সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার দাবি — শিবলী সাদিক খান নবীনগর হুরুয়া ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট  ফাইনাল খেলা অনুষ্ঠিত। মাগুরার শ্রীপুরে চাকদাহ-ইছাপুর সড়কের বেহাল দশা: খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী কালিয়াকৈরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন নবীনগর কৃষ্ণনগর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন ভারতীয় কারাগারে শাস্তি শেষে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নাগরপুরে সাংবাদিকদের মানববন্ধন 

জগন্নাথপুরের প্রাণকেন্দ্রের বাঁশের সেতু ঝুকিপূর্ণ , ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮ সময় দেখুন

জগন্নাথপুরের প্রাণকেন্দ্রের বাঁশের সেতু ঝুকিপূর্ণ , ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা

 

রোদ-বৃষ্টিতে জগন্নাথপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত নলজুর নদীর উপরের বাঁশের সেতুর খুটি ও চাঁটাই দুর্বল হওয়ার পাশা-পাশি চাঁটাই ফাঁকা হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণ সেতু দিয়ে পারাপার হচ্ছেন। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। জরুরী ভিত্তিতে সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সচেতন মহল এর জোরদাবী ।
৯ই আগষ্ট রোজ শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ খাদ্য গুদামের সন্নিকটে নলজুর নদীর উপর দৃষ্টি নন্দন আর্চ ব্রীজের নির্মাণ কাজ হচ্ছে। এই ব্রীজের নির্মাণ কাজ এর জন্য এই স্থানের পুরাতন ব্রীজটি ভেঙে পেলায় গ্রামাঞ্চল থেকে উপজেলা সদরে আসা জনসাধারণ ও পৌরবাসীর চলাচলের ক্ষেত্রে অতিমাত্রায় অসুবিধা হচ্ছিল। তাই জনসাধারণ, স্কুল -কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী ব্যক্তি বর্গ পায়ে হেঁটে যাতায়াতের সুবিধার্থে জগন্নাথপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে এই নির্মাণাধীন আর্চ ব্রীজের সন্নিকটে (দক্ষিণপার্শ্বে) বিকল্প দীর্ঘ বাঁশের সেতু নির্মাণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে এই বাঁশের সেতুটি রোদ-বৃষ্টিতে দুর্বল হয়ে পড়ায় জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজ পারাপার হচ্ছেন। এমনকি ব্রীজের উপরের চাটাই ফাঁক হয়ে যাওয়ার কারণে ও খুটি নড়বড়ে হওয়ায় চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। প্রায়ই ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। বিধায় জানমালের নিরাপত্তার স্বার্থে সেতুটি সংস্কার করার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রতি জোর দাবী জানিয়েছেন জগন্নাথপুরের সচেতন মহল।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা রিপন মিয়া , আব্দুল মোমেন , নূরুল সআমীন, আবাব মিয়া ও মর্তুজা মিয়া সহ একাধিক ব্যক্তি একান্ত আলাপকালে বলেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে এই বাঁশের সেতুটি নির্মাণ হওয়ায় দ্রুত যাতায়াতের সুবিধা হয়েছে। আমরা এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে বর্তমানে এই বাঁশের সেতুর চাটাই ফাঁক হওয়ার পাশা-পাশি বিভিন্ন অংশে ভেঙে গেছে খুটি গুলো নড়বড়ে হওয়ার হওয়ার পাশাপাশি দুর্বল হয়ে পড়েছে। চলতি বৃষ্টি – বাদলের দিনে জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করছেন। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। জনস্বার্থে দুর্ঘটনা এড়াতে সেতুটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD