ছাতকে সৃজনশীল নৃত্য প্রশিক্ষণ কর্মশালার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ
ছাতকে নৃত্যকলির আয়োজনে দুই দিন ব্যাপী সৃজনশীল নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শনিবার সফলভাবে সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর এবং লাফার্জ হোল সিম প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা সুব্রত দেবনাথ।
শুক্রবার কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আজাদ। শনিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন এস পি পি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তমাল পোদ্দার।
নৃত্যকলির সহসভাপতি মাসুদা রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা অজয় কৃষ্ণ পাল ও শিক্ষার্থী দেবজানী রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক বিপুল শর্মা, নাট্যকর্মী ভাস্কর দত্ত, সাংবাদিক সেলিম মাহবুবসহ অনেকে উপস্থিত ছিলেন।
পুরো কর্মশালায় ৫১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে অভিভাবক এবং অন্যান্য শ্রেণিপেশার মানুষও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ঊর্মিলা সরকার, বিউটি তালুকদার, লাভলী পাল চৌধুরী, সুরঞ্জন পুরকায়স্থ, শিলা বড়ুয়া, বিপ্লব দাস, মনিকা ঘোষ, শেলি তালুকদার, রাণী দাস, কলি অধিকারী, ইতি পাল, অঞ্জনা শর্মা প্রমুখ।
ছাতকের সাংস্কৃতিক অঙ্গনে এই কর্মশালার সফল আয়োজন প্রশংসিত হয়েছে।