ছাতকে মণিপুরী সম্প্রদায়ের ঝুলন যাত্রা উৎসব শুরু
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে।
শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উৎসবটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধনীটিলা, রাসনগর ও রতনপুর এলাকায় বসবাসরত মণিপুরী সম্প্রদায়ের লোকজন এই উৎসবে অংশ নিচ্ছেন।
গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া উৎসবটি চলবে টানা পাঁচদিন। কীর্তন, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখরিত থাকবে পুরো এলাকা।
পুরোহিত ব্রজোগোপাল শর্মা (কীর্তন মাপু) এবং আয়োজন কমিটির পরিচালক ওস্তাদ ইন্দ্র মোহন সিংহ (অজা) জানান, নানা ধর্মীয় আচার ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আগামী শনিবার উৎসবের সমাপ্তি ঘটবে।