ছাতকে প্রধান শিক্ষক মোস্তাক আহমদ সাময়িক বরখাস্ত
সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে দায়িত্বে অবহেলা ও আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ জুলাই, সোমবার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ রক্ষায় এবং অভিযোগের প্রেক্ষিতে ২০২৪ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিধিমালার ৫৩(৭) ধারা অনুসারে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
বরখাস্তের পর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, মোহাম্মদ মোস্তাক আহমদ ২০১১ সালের ৮ জুন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর অভিভাবক শিউলী বেগম ও ২ অক্টোবর প্রতিষ্ঠানের তৎকালীন সভাপতি সিরাজুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারের বিষয় উঠে আসে। একই সময় শিক্ষার্থীদের একটি অংশও প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে আন্দোলনে যুক্ত হয়।
উক্ত অভিযোগ যাচাইয়ে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, তাই প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ তদন্ত প্রতিবেদন ও নীতিমালার আলোকে গ্রহণ করা হবে।”