বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সাপে কাটা যুবকের মৃত্যুর প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ বীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় বীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় ছাতকে পুলিশের অভিযানে ছয় আসামি গ্রেফতার সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ চাঁদা না পেয়ে ব্যবসায়ি আলী হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টায় বিএনপি নেতার ভাই গ্রেফতার। মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুল আলম হিরো ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা ও জরিমানা খান্নাস হত্যা মামলার আসামী সান্টুর জামিন করালেন ব্যারিস্টার পুতুল ছাতকে মণিপুরী সম্প্রদায়ের ঝুলন যাত্রা উৎসব শুরু

ছাতকে পুলিশের অভিযানে ছয় আসামি গ্রেফতার

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৮ সময় দেখুন

ছাতকে পুলিশের অভিযানে ছয় আসামি গ্রেফতার

ছাতক থানার পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এসব অভিযান পরিচালনা করেন ছাতক থানার এসআই মো. সিকান্দার আলী, এসআই আব্দুল লতিফ, এএসআই সাহাব উদ্দিন ও এএসআই তোয়াহা সহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় (নং-২০৯/২৫) অভিযুক্ত নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের আব্দুর রহিম তালুকদারের ছেলে মো. আব্দুল মজিদ তালুকদার ও তার স্ত্রী সেলিনা বেগম।

জি.আর. মামলা (নং-১৯২/১৪, কোতোয়ালি) এর আসামি দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে জয়নাল আবেদীন।

সি.আর. মামলা (নং-৫৩০/২৪, ছাতক) এর আসামি মুক্তারপুর-লক্ষীপাশা গ্রামের মো. শামসুল হকের ছেলে মোহাম্মদ আলী ফুয়াদ।

ছাতক থানার একটি মামলায় (নং-৫(৮)২০২৫), ৩৭৯/৪১১ ধারায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয় সিলেটের কোতোয়ালি থানার সোবহানীঘাট এলাকার বাসিন্দা খুরশেদ আলমের ছেলে মো. রনি আহমদ।

এছাড়াও ছাতক থানার আরেকটি মামলায় (নং-৩৩, তারিখ ২৪.০৭.২০২৫) রিমান্ডের আসামি বড় বিহাই গ্রামের মো. আলী হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত সবাইকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD