ছাতকে পুলিশের অভিযানে ছয় আসামি গ্রেফতার
ছাতক থানার পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এসব অভিযান পরিচালনা করেন ছাতক থানার এসআই মো. সিকান্দার আলী, এসআই আব্দুল লতিফ, এএসআই সাহাব উদ্দিন ও এএসআই তোয়াহা সহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় (নং-২০৯/২৫) অভিযুক্ত নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের আব্দুর রহিম তালুকদারের ছেলে মো. আব্দুল মজিদ তালুকদার ও তার স্ত্রী সেলিনা বেগম।
জি.আর. মামলা (নং-১৯২/১৪, কোতোয়ালি) এর আসামি দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে জয়নাল আবেদীন।
সি.আর. মামলা (নং-৫৩০/২৪, ছাতক) এর আসামি মুক্তারপুর-লক্ষীপাশা গ্রামের মো. শামসুল হকের ছেলে মোহাম্মদ আলী ফুয়াদ।
ছাতক থানার একটি মামলায় (নং-৫(৮)২০২৫), ৩৭৯/৪১১ ধারায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয় সিলেটের কোতোয়ালি থানার সোবহানীঘাট এলাকার বাসিন্দা খুরশেদ আলমের ছেলে মো. রনি আহমদ।
এছাড়াও ছাতক থানার আরেকটি মামলায় (নং-৩৩, তারিখ ২৪.০৭.২০২৫) রিমান্ডের আসামি বড় বিহাই গ্রামের মো. আলী হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত সবাইকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।