ছাতকে থানার ওসিকে প্রাণনাশের হুমকি, তদন্তে প্রশাসন
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দকে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় একটি নাম্বার থেকে এই হুমকি আসে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৭ মিনিটে। ভারতীয় নম্বর (+০০১৭০৪৪৮০৪১৭৮) থেকে ওসির সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে প্রথমে একটি মেসেজ আসে, এরপর ফোন করে তাকে হুমকি দেওয়া হয়।
ওসিকে উদ্দেশ্য করে হুমকিদাতা বলেন, “আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। দলটি ১০ বছর পরেও ফিরে আসবে—মাথায় রাখবেন। সময় বদলালে দেশের যেখানেই থাকেন, আপনাকে খুঁজে বের করা হবে। মনে রাখবেন, তখন কেউ—সমন্বয়ক হোক কিংবা জামায়াত—রক্ষা করতে পারবে না।”
ওসি তখন নিজে পরিচয় দিয়ে ফোনদাতাকে পরিচয় জানতে চাইলে সে জানায়, “সময়মতো সামনে এসে পরিচয় দেবো।” এরপর ওসি নিজেই কলটি কেটে দেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।