ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুমুখী অংশীদারিত্বে অগ্রগতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদ ও ঋণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কার্যক্রম।
উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম এবং সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য জুবায়ের মাহবুব এবং সাংবাদিক সাকির আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমান সাইদ ও সাইফ উদ্দিন, সফল যুব উদ্যোক্তা হাবিবুর রহমান এবং জুলাই যুদ্ধাহত তামিমের পিতা নূর উদ্দিন। উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জীতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ, কমলেশ চক্রবর্তী অপু, ছাতক উপজেলা যুব ফোরামের সভাপতি জামরুল ইসলাম রেজা, আলী হোসেনসহ অনেকে।