মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ভূরুঙ্গামারীতে জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ রাজিবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু শ্রীপুরে বিএনপির বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে কালিয়াকৈরে বিজয় সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বটিয়াঘাটায় বিএনপির র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত বীরগঞ্জে এক ব্যক্তির মৃত দেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ মোহনগঞ্জে বালুবাহী নৌযান ডুবে শ্রমিক নিখোঁজ- ২ নাগরপুরে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় র‍্যালি নবীনগরে গণতন্ত্রের বিজয় দিবসে বিএনপির আনন্দ র‍্যালি ধর্মপাশায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ছাত্রজনতার বিজয় মিছিল

ছাতকে গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪ সময় দেখুন

ছাতকে গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৫ আগস্ট পালিতব্য গণঅভ্যুত্থান দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত গণমিছিল সফল করতে ছাতকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ছাতক পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাঁতিকোনা মহল্লায় স্থানীয় ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মো. কয়েছ আহমদের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুনেদ আহমদ এবং সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান সামছু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাস আহ্বায়ক আব্দুল আলিম, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক সাচ্চা আবেদীন।

সভায় আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, আনোয়ার হোসেন, শ্রমিকদল নেতা মানিক মিয়া, পৌর যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, মিঠু দাস, চন্দন দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, বিএনপি নেতা ফখরুল আলম, যুবদলের নোমান ইমদাদ কানন, আব্দুল্লাহ সনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন এবং ছাত্রদলের নেতাকর্মী হাসান আহমেদ, সৈয়দ ওলিউর রহমান, সৈয়দ জামিল, আদিয়ানসহ অনেকে।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থান দিবস আমাদের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাই আগামীকালকের (মঙ্গলবার) বিজয় মিছিলে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD