গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নাগরপুরে সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের বিচারের দাবিতে টাংগাইলের
নাগরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নাগরপুর উপজেলা প্রেসক্লাব । শনিবার দুপুরে শহরের উপজেলা মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
এসময় বক্তারা বলেন,বাংলাদেশে সাংবাদিক হত্যাসহ নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত, সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা বন্ধ করতে হবে। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায়না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে গ্রেফতাকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান ।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জসিউর রহমান (লুকন), সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, সহ সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য মো. হালিম মিয়া, মো. শুকুর আলী, সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, নয়া দিগন্তের নাগরপুর সংবাদদাতা তারেক, দৈনিক সংগ্রামের নাগরপুর প্রতিনিধি এম এ মান্নান প্রমুখ।