ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ২৯ /০৪/২০২৫ তারিখ গত ২৪
ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া প্রতারণা মামলার আসামী ১। মোঃ শরিফুল ইসলাম সৌরভ (২০), পিতা:-
রতন চন্দ্র দে, মাতাঃ-লিপি রানী দে, সাং-আরকে, মিশন রোড, ২। ইয়াহিয়া (২১), পিতাঃ-
মোঃ আব্দুল হাই, মাতা: মোছাঃ ফিরোজা খাতুন, সাং- মাঝি হাটি, ঘাগড়া ইউনিয়ন, উভয়
থানা-কোতোয়ালি, জেলা-ময়মনসিংহ’দেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
র্যাব-১৪ সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ অভিযান পরিচালনা করিয়া
মাদক মামলার আসামী ১। বিল্লাল হোসেন মানিক (৩৮), পিতা-মৃত জয়নাল আবেদীন,
সাং-আকুয়া দক্ষিণপাড়া (খালপাড়), ২৮নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে
৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া চুরি মামলার আসামী ১। আবু সাঈদ (৩০), পিতা-মৃত হানু মিয়া, মাতা-নুরজাহান
বেগম, সাং-চরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে
গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এসআই আনিসুর রহমান, এএসআই
আয়েছ মিঞা, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩টি
গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোছাঃ মুর্শিদা খাতুন (ডেইজী), পিতা-/স্বামী: মোঃ ফারুক মিয়া, স্থায়ী: গ্রাম-
সুতিয়াখালী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। এস.এম কামরান উদ্দিন ওরফে বাপ্পা (), পিতা-মৃত: আবুল হাসেম, স্থায়ী: (সাং:
উইনারপাড়, পো: চুরখাই বাজার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
বাংলাদেশ
৩। সোহেল ওরফে টুইল্লা (), পিতা-আবুল কালা্ম, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হইয়াছে।