ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৩/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায়
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ) কমর উদ্দিন, আইসি ১নং পুলিশ ফাঁড়ি সঙ্গীয় ফোর্সসহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আজিজুল
ইসলাম (৪৫), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত মোছলেম উদ্দিন, মাতা-মৃত আয়েশা
খাতুন, সাং-রঘুরামপুর সবজীপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা
এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মন্তাজ আলী (৫৫), পিতামৃত-সাহেদ আলী,
সাং-বয়ড়া বেপারীপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে
গ্রেফতার করেন ।
এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া ধর্ষন মামলার আসামী ১। আনন্দ ঋষি (২৬), পিতা-মৃত আহালু ঋষি,
মাতা-শ্রী মতি স্বপ্না রানী, সাং-বরিয়ান ঋষিপাড়া বেগুনবাড়ী, ৯নং খাগডহর ইউপি, থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই (নিঃ) সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া অন্যান মামলার আসামী ১। মন্তাজ আলী (৫৫), পিতামৃত-সাহেদ আলী, সাং-বয়ড়া
বেপারীপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার
করেন ।
এসআই (নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। ইমরান ওরফে ইমন (৩০), পিতা-আফাজ
উদ্দিন ওরফে আকু, মাতা-ইলাত জাহান, সাং-কাচিঝুলি গোলাপজান রোড, থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম, রিপন চন্দ্র সরকার, গোলাম
রব্বানী, এএসআই কামরুল হাসান, আয়েছ মিঞা, ওমর ফারুক, আনছার আলী, আলী
হোসেন, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৯ টি
পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ সাইদুর রহমান (৫১), পিতা-মৃতঃ আঃ মজিদ মন্ডল, স্থায়ী: গ্রাম- শিকারী কান্দা
(শিকারীকান্দা (চায়না খোলা), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
বাংলাদেশ
২। মোঃ মাহবুব (৩৬), পিতা-নবী হোসেন, স্থায়ী: গ্রাম- কেওয়াটখালী, উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। সুলতানা (), পিতা-/স্বামী: মোঃ ওমর আলী, স্থায়ী : (সাং: আকুয়া দক্ষিণ পাড়া, পো:
ময়মনসিংহ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। মোঃ মানিক মিয়া (৩২), পিতা-মৃতঃ আবুল মিয়া, স্থায়ী: গ্রাম- কাচিঝুলি মসজিদ রোড
(কাচিঝুলি গোলাপজান রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
বাংলাদেশ
৫। রিপন (৪৫), পিতা-মৃত আব্দুল আলী, স্থায়ী: গ্রাম- সানকি পাড়া (নর্থ) (মাজার শরীফ
রোড় বাসা হোল্ডিং নং-১৫ চারতলা বিশিষ্ট বাসার ২য় তলার ) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৬। মোঃ রাব্বী (২৮), পিতা-মোতালেব ওরফে বিশু, স্থায়ী: গ্রাম- আকুয়া (আকুয়া
চুকাইতলা (ভাসমান)) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৭। মোঃ মশিউর রহমান রানা (৩০), পিতা-আবু তাহের, স্থায়ী: গ্রাম- আকুয়া (আকুয়া
কান্দাপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৮। তাহজিবা খানম (), পিতা-/স্বামী: মোঃ ফখরুল ইসলাম খান, স্থায়ী : গ্রাম- কাতলা
সেন, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৯। মোঃ ইয়াছিন মিয়া (৩৫), পিতা-মোঃ মমরোজ আলী, স্থায়ী: গ্রাম- চর ঈশ্বরদিয়া
(গুচ্চ গ্রাম) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হইয়াছে।