খেলাধুলায় গর্বিত ঐতিহ্য, বিশ্বমানে গড়ার প্রত্যয়ে জাতীয় ক্রীড়া দিবসে ময়মনসিংহে ডিসি মুফিদুল আলমের আহ্বান খেলাধুলায় গর্বিত ঐতিহ্য, বিশ্বমানে গড়ার প্রত্যয়ে জাতীয় ক্রীড়া দিবসে ময়মনসিংহে ডিসি মুফিদুল আলমের আহ্বান
আজ ৬ এপ্রিল ২০২৫, ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্ট। এ বছরের প্রতিপাদ্য ছিল—“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম। ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন,
“খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি একটি জাতির সংস্কৃতি, সভ্যতা ও আত্মপরিচয়ের অংশ। ময়মনসিংহের ঐতিহ্যবাহী ক্রীড়া চর্চাকে আরও এগিয়ে নিতে আমাদের তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “নিয়মিত খেলাধুলার চর্চার মধ্য দিয়ে জাতিকে সুস্থ, সবল ও মানবিক করে তোলা সম্ভব। জেলা প্রশাসন সর্বদা ক্রীড়াবান্ধব মনোভাব নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও ময়মনসিংহ থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।”
ঐতিহাসিক প্রেক্ষাপটে ময়মনসিংহের ক্রীড়া ঐতিহ্য ময়মনসিংহ দীর্ঘদিন ধরেই ক্রীড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। ১৯৫০ ও ৬০’র দশকে এই জেলা থেকে জাতীয় ক্রিকেট ও ফুটবল দলে একাধিক খেলোয়াড় উঠে এসেছেন। ময়মনসিংহ স্টেডিয়াম, সার্কিট হাউস মাঠ, এবং পুরাতন জিমনেশিয়াম বহু বছর ধরে ক্রীড়াপ্রেমীদের কেন্দ্রবিন্দু ছিল। স্কুল-কলেজ পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আন্তঃজেলা খেলার আয়োজন ময়মনসিংহের ক্রীড়া জগতকে সবসময়ই প্রাণবন্ত রেখেছে।
আজকের ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। র্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। ক্রীড়া দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা।