খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক নেতা পার্থ দেব’র দাকোপে গণসংযোগ
খুলনা-১ আসনের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তারুণ্যের অহংকার ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের নিপিড়নের বিরুদ্ধে রাজপথের সাহসী লড়াকু সৈনিক খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলার কৃতি সন্তান পার্থ দেব মন্ডল ২৯ জুলাই মঙ্গলবার দলীয় অনুসারীদের সাথে নিয়ে মটরসাইকেল শোভাযাত্রা শেষে বিভিন্ন পথসভা ও জনগুরুত্বপূর্ণ স্থানে বক্তব্য রাখেন । বক্তৃতায় তিনি খুলনা-১ আসনের পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নদী ভাঙ্গন রোধে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । এছাড়াও এ অঞ্চলের ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ,মাদক, চুরি, ছিনতাই এবং ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে । গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ও করেন ।