খুলনার বটিয়াঘাটা উপজেলার ঐতিহ্যবাহী বারোআড়িয়া দুর্গা মন্দিরের কমিটি গঠন
খুলনার বটিয়াঘাটা উপজেলার ঐতিহ্যবাহী বারোআড়িয়া দুর্গা মন্দিরে নিবেশ বরন মন্ডলকে সভাপতি, সুজন মল্লিককে সাধারণ সম্পাদক ও অর্নব বিশ্বাসকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা । কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন,সহ-সভাপতি সুমন কান্তি মল্লিক টিটু ও দেবব্রত মহলদার,সহ-সাধারন সম্পাদক দিপংকর বিশ্বাস ও গোবিন্দ সাহা, সাংগঠনিক সম্পাদক নিলয় সরকার ও প্রীতম মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক দুর্জয় রায়, গোপাল মল্লিক, শুভ মন্ডল, আইন বিষয়ক সম্পাদক ঊমা তরফদার, মহিলা বিষয়ক সম্পাদিকা পলি সরকার, হীরা রায়,লিপা মল্লিক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক টুটুল গোলদার , ধর্মীয় বিষয়ক সম্পাদক মিঠুন অধিকারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনিক গোলদার ও অনিষ মিস্ত্রী, সহ -সাংস্কৃতিক ঝুমা তরফদার, দপ্তর সম্পাদক মিন্টু অধিকারী, প্রচার সম্পাদক শুভ মন্ডল,অজয় রায়,জীকন প্রমুখ ।