খান্নাস হত্যা মামলার আসামী সান্টুর জামিন করালেন ব্যারিস্টার পুতুল
__________________________
মোয়াজ্জেম হক ওরফে খান্নাস হত্যা মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ আজ লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সন্তান,যুব দল কর্মী মো: সান্টু আলী’র জামিন মঞ্জুর করেছন।আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে।
উল্লেখ্য ২০০২ সালে উক্ত মামলায় আড়বাব ইউনিয়ন এর বিএনপি, ছাত্রদল এবং যুবদলের অসংখ্য নেতা কর্মীকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে উক্ত মামলায় আসামী করা হয়। শামীম (সাবেক যুগ্ম আহ্বায়ক লালপুর উপজেলা যুবদল) সুজন ( সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আড়বাব ইউনিয়ন যুবদল) -,শুকুর বাবু ( যুবদল কর্মী) সহ আরো অনেকে এখনও কারাগারে বন্দী।
ফারাজানা শারমিন পুতুল আজকে একটি আস্থার প্রতীক, ভরসা আর ভালোবাসার প্রতীক। শুধু লালপুর – বাগাতিপাড়া নয়, নাটোর জেলা সহ জাতীয় রাজনীতি এবং দেশ নায়ক তারেক রহমান এর আস্থাভাজন একজন জাতীয়তাবাদী আদর্শের প্রকৃষ্ট প্রতীক হয়ে আমাদের গর্বিত করেছেন।
আমরা বিশ্বাস করি এবং ভরসা রাখি শামীম ,সুজন সহ বাকি সকলের জামিনের ব্যবস্থায়ও দ্রুততাত সাথে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।