খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ একজন আটক, শীর্ষ সন্ত্রাসী নিহত
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ অভিযানে এক সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরও একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে দুইটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।
এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিনগর এলাকায় কংচাই মারমাকে ধরতে আরেকটি অভিযান পরিচালিত হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি ভবনের ছাদ থেকে গুলি চালায়। পরে পালাতে গিয়ে ছাদ থেকে লাফ দিলে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ৯ মিমি পিস্তল, পাঁচটি এলজি, ২১ রাউন্ড কার্তুজ এবং ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর দাবি, নিহত কংচাই মারমা দীর্ঘদিন ধরে অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।